প্রিন্ট এর তারিখঃ ১৮ মে, ২০২৪ ১৯:১০ অপরাহ্ন || প্রকাশের তারিখঃ ১৪ এপ্রিল, ২০২৪

রাণীশংকৈলে কুলিক নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু

মৃত ইয়াসমিন (১০) এবং তাসলিমা বেগম (৮)

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলা নববর্ষ উপলক্ষে কুলিক নদীতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ এপ্রিল) দুপুর ২:৩০ মিনিটে খনজনা গ্রামে এ ঘটনা ঘটে।  মৃত ইয়াসমিন (১০) উপজেলার খনজনা গ্রামের ইব্রাহীমের মেয়ে এবং তাসলিমা বেগম (৮) দিনাজপুর সদর উপজেলার মহারাজা মোড় এলাকার ইউসুফ আলী কন্যা। তাসলিমা খনজনায় তার নানার বাড়ি বেড়াতে এসেছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শিরা জানায়, ঘটনার দিন দুপুরে ইয়াসমিন ও তাসলিমা খেলা করতে করতে বাংলা নববর্ষ উপলক্ষে সবার অগোচরে হঠাৎ বাড়ির পাশে কুলিক নদীতে গোসল করতে যায়। সাঁতার না জনার কারণে বেশি পানিতে গেলে তারা দু'জনেই পানির নিচে তলিয়ে যায়। বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের নদীতে তাদের মরদেহ ভাসতে দেখে। পরে স্থানীয়রা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের পরিবারের পক্ষ থেকে কারো কোনো অভিযোগ না থাকায় তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু  মামলা দায়ের করা হয়েছে।

প্রিন্ট নিউজ