প্রিন্ট এর তারিখঃ ১৮ মে, ২০২৪ ১৬:২৮ অপরাহ্ন || প্রকাশের তারিখঃ ০৫ মার্চ, ২০২৪

শ্রীনগরে সড়কের পাশে জায়গা ভরাট, গাছ কর্তন

শ্রীনগরে সড়কের পাশে জায়গা ভরাট, গাছ কর্তন

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের শ্রীনগরে সড়কের পাশে জমি ভরাট কাজে গাছ কর্তনের অভিযোগ উঠেছে। উপজেলার পাটাভোগ ইউনিয়নের বেজগাঁও (সিরাজ মিয়ার বাড়ি সংলগ্ন) সড়কের পাশে জমি ভরাটের কাজ চলছে। অভিযোগ উঠেছে ড্রাম ট্রাকে করে জমি ভরাট করা হচ্ছে। এতে সড়কের পাশে কয়েকটি আমসহ অন্যান্য প্রজাতির গাছ কর্তন করেন জায়গার মালিক মো. তাজেল ও মাটি ব্যবসায়ী দেলোয়ার হোসেন। স্থানীয়রা জানান, বালুবাহী গাড়ির যাতায়াতে এক্সপ্রেসওয়ের সংযোগের শাখা সড়কটির ক্ষতি হচ্ছে। বালুভর্তি গাড়ির ওভারলোডিংয়ে সড়ক দেবে যাওয়ার শঙ্কাসহ রাস্তার যেখানে সেখানে মাটি পড়ে ধুলাবালির সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে মো. তাজেল দাবী করেন তিনি সড়কের কোন গাছ কাটেননি। তবে তিনি স্বীকার করেন মানুষের ভোগান্তির সৃষ্টি করে এভাবে জমি ভরাট করা তার ঠিক হচ্ছেনা। অভিযুক্ত মাটি ব্যবসায়ী দেলোয়ার হোসেনের দাবী ওই জায়গায় পুর্বে কোন গাছ ছিলনা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন সব খানেই এভাবে ভরাট হচ্ছে। আমি তো ছোট ট্রলিতে করে মাটি আনছি। এতে সড়কের তেমন ক্ষতি হচ্ছেনা। এ ব্যাপারে উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো. সেলিম হোসেন খান জানান, গাছ কর্তনের বিষয়ে অবগত নই। এলাকায় এসে খোঁজ নিচ্ছি। এ বিষয়ে জানতে স্থানীয় ভূমি অফিসের তহশিলদার আব্দুল সামাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের জন্য একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

প্রিন্ট নিউজ