পদ্মায় ডুবে মারুফ(১৭) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘটেছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের কনকসারে পদ্মার শাখা নদীতে গোসলে নামে কিন্তু সাঁতরে তীরে না উঠতে পারায় নিখোঁজ হয় সে।
পরে স্থানীয় লোকেরা ফায়ার সার্ভিসে খবর দিলে শ্রীনগর রেসকিউ টিমের দীর্ঘ ৫ ঘন্টা উদ্ধার তৎপরতা চালানোর পর বিকেল সাড়ে ৪টার দিকে পদ্মা নদীতে থেকে মারুফের মৃতদেহ উদ্ধার করে শ্রীনগর ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
স্টেশন অফিসার মো. ইউনুসের নেতৃত্বে লাশটি তার পরিবারের নিকট হস্তান্তর করে শ্রীনগর ফায়ার সার্ভিস।
মৃত মারুফ কনকসার ইউনিয়নের পশ্চিম নাগের হাটের নতুনকান্দি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মাহমুদ হাসান। সে গত বছর মাধ্যমিক পাশ করে কনকসার মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসায় হেফজ বিভাগে ভর্তি হয়। প্রত্যক্ষ্যদর্শী মাদ্রাসার আরেক ছাত্র জানায়,একটি ছোট নৌকা শাখা নদী থেকে চরের উদ্দেশ্যে যাচ্ছিল পরে তাদের অনুরোধে তাদের নৌকায় তোলে মাঝিরা কিন্তু তাদের শর্ত ছিল কেউ নদীতে ঝাঁপ দিতে পারবে না।
কিন্তু মারুফ অতিআগ্রহী হয়ে মাঝ নদীতেই নৌকা থেকে ঝাঁপ দেয় আর এতেই কাল হয় মারুফের জীবন। শেষ পর্যন্ত পদ্মা নদীতে ডুবেই মৃত্যু হয় তার।