শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল এলাকার দক্ষিণ রাঢ়ীখাল একাদশকে ৫৭ রানে পরাজিত করে বালাশুর বাগান বাড়ি ঐক্য সংগঠন চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার রাতে জয়নাল আবেদীন সোসাইটি বাগান বাড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতাপূর্ণ খেলার মাঠে বালাশুর বাগান বাড়ি ঐক্য সংগঠক আগে ব্যাট করতে নেমে ১৬৭ রান করে। জবাবে দক্ষিণ রাঢ়ীখাল একাদশ মাঠে নেমে ১১০ রানে অল আউট হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন রবিন মোল্লা। উক্ত টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল।
আবেদীন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি জিএম খালিদের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, রাঢ়ীখাল ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক খান, বিশিষ্ট ব্যবসায়ী স্বপন ইসলাম, আওয়ামী লীগ নেতা হাসু মোল্লা, উপজেলা যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আলাউদ্দিন সিকদার সুমন, যুবলীগ নেতা মামুন কবির, জানে আলম, উৎপল আহমেদ পল, শরীফ আহমেদ সরদার, সাইফুল ইসলাম খান মানু, রফিক মোল্লা, সজিব আহমেদ, রিয়াজুল ইসলাম লাভলু, সাইদুর ইসলাম বাবু প্রমুখ। পুরস্কার বিতরণী সভা শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।