ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামের নাম কিংবদন্তি ব্রাজিলীয় তারকা পেলের নামে নামকরণ করা হবে। রিও ডি জেনিরোর রাজ্যীয় সভায় ভোট গ্রহণের মাধ্যমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মারাকানা স্টেডিয়ামের পরিবর্তিত নাম হবে ‘এডসন আরান্তেস দো নাসিমেন্তো- রাই পেলে স্টেডিয়াম’। এখানে পর্তুগীজ শব্দ রাই অর্থ রাজা। আর পেলে ভক্তদের দেয়া উপাধি। পেলের আসল নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো। অবশ্য শহরটির গভর্নর অনুমোদন দিলেই এই না পরিবর্তন হবে।
ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে। এছাড়াও ১৯৬৯ সালে সান্তোসের হয়ে ভাস্কো দা গামার বিপক্ষে খেলার সময় এই মাঠেই নিজের ১০০০তম গোলটি করেছিলেন তিনি। ১৯৫০ এবং ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনাল মারাকানা স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয়েছিলো। এমনকি ২০১৬ সালের রিও অলিম্পিকের উদ্বোধনও এই স্টেডিয়ামে হয়।
একসঙ্গে দুই লক্ষ দর্শক এই স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করেছিলো ১৯৫০ সালের বিশ্বকাপ ফাইনালে। ব্রাজিল বনাম উরুগুয়ের সেই ম্যাচে সিটসংখ্যা ছিলো মাত্র ৭৮ হাজার ৮৩৮টি। মারাকানা নামকরণ করা হয়েছিলো মারিও ফিহো নামের একজন সাংবাদিকের নামানুসারে, যিনি এই স্টেডিয়াম তৈরির জন্য ১৯৪০ সালের দিকে তদবির করেছিলেন। জায়গার নামের জন্য এটি মারাকানা নামে পরিচিত ছিলো।