মিয়ানমারে সেনাশাসনের বিরুদ্ধে চলমান আন্দোলনে আরও সাত বিক্ষোভকারী নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
বৃহস্পতিবার (১১ মার্চ) দেশটির মিয়াং শহরে এই নিহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করে।
মিয়াং হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী জানান, হাসপাতালের ডাক্তার ছয়জনের মৃত্যুর ঘোষণা দিয়েছেন।
এ ছাড়া স্থানীয় গণমাধ্যম জানান, মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের উত্তর ডাগন জেলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে স্টেট কাউন্সেলর অং সান সু চিসহ ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, এনএলডির নেতাদের আটক করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ শুরু করে সাধারণ জনগণ।