ইন্দোনেশিয়ায় একটি স্কুলবাস গিরিখাতে পড়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩৯ জন। দেশটির যোগাযোগ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার (১০ মার্চ) রাতে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে এ ঘটনা ঘটে। দেশটির স্কুলের একটি বাস শিক্ষাসফর থেকে ফেরার সময় খাদে পড়ে যায়।
যোগাযোগ মন্ত্রণালয় জানান, দুর্ঘটনায় পড়া বাসটিতে জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষার্থীদের বাবা-মা ছিলেন। বাসটি পশ্চিম জাভা প্রদেশের সুবাং শহর থেকে যাত্রা করেছিল।
উদ্ধার সংস্থা ও স্থানীয়রা জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসের চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে বাসটি খাদে পড়ে যায়।
এক উদ্ধার কর্মকর্তা জানান, উদ্ধারকাজ শেষ হয়েছে। আহতদের পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনায় গাড়ির চালকও নিহত হয়েছেন। বেশ কয়েকজন শিশু দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর।