শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে শ্রীনগরের বাঘড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের কেন্দীয় কমিটির সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন-অর-রশিদ খান। শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলার বাঘড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি গণসংযোগ করেন।
এ সময় তার সাথে গণ সংযোগে অংশ গ্রহন করেন বাঘড়া ইউনিয়নের সামছুল হক খান, জামির হোসেন বাদল,আব্দুল আলিম মৃর্ধা, আব্দুল লতিফ খান, হানিফ খান, মাসুম বিল্লাল খান, আমিন খান, নোমান খান, চাঁন খান ও দেলোয়ার খানসহ প্রমূখ।
।