সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃমুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার উত্তর রক্ষিতপাড়া ভাই ভাই সংঘের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিবাহিত ও অবিবাহীত পুরুষদের মধ্যে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় উপজেলার কোলা ইউনিয়নের উত্তর রক্ষিতপাড়া মাঠে রক্ষিতপাড়া গ্রামের বিবাহিত ও অবিবাহিত পুরুষদের মধ্যে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। এতে অবিবাহিত পুরষ দলকে ১ গোলে পরাজিত করে বিবাহিত দল জয় লাভ করে। উত্তর রক্ষিতপাড়া ভাই ভাই সংঘের সভাপতি আব্দুর রহমান শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, সাধারণ সম্পাদক আলাউদ্দিন শেখ। অন্যান অতিথিদের মধ্য উপস্থিত ছিলেন, উত্তর রক্ষিতপাড়া ভাই ভাই সংঘের সহ-সভাপতি জলিল শেখ, কোষাধ্যক্ষ ও কোলা ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মিরাজ শেখ, দপ্তর সম্পাদক এস.কে আলমগীর, ক্রীড়া সম্পাদক মোঃ হৃদয় শেখসহ উত্তর রক্ষিতপাড়া ভাই ভাই সংঘের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিগত ৩৫ বছর ধরে ব্যতিক্রতি এ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে আসছে উত্তর রক্ষিতপাড়া ভাই ভাই সংঘ৷