অধীর রাজবংশীঃ ঢাকা জেলার হাজরীবাগ ভাগলপুরে রাজবংশী কোভিড-১৯ তথ্য কেন্দ্রের পরিচালনায় ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, খুলনা, গাজীপুর, টাঙ্গাইল, বাগেরহাট ৭ টি জেলার ২৪৬ জন প্রথম শ্রেনি থেকে একাদশ শ্রেনির শিক্ষার্থীদের অংশ গ্রহনে চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার ১৬ নভেম্বর বিকাল সারে ৫ টায় ভাগলপুর দূর্গা মন্দির পঞ্চায়েত কমিটির সভাপতি এ্যাড.তপন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা খনিজ সম্পদ ও জ্বলানি মন্রনালয়ের সাবেক উপ-সচিব ও সংগঠনটির উপদষ্টা গুরুদাস রাজবংশী। এ সময় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কানাইলাল রাজবংশী।
এ সময় ভার্চুয়াল লাইভে অন্যান্যদের মধ্যে অংশগ্রহন করেন, সাংবাদিক অধীর রাজবংশী অত্র সংগঠনের আহবায়ক মুন্সীগজ জেলা, সাধু রাজবংশী-কুয়েত,এস নারায়ন রাজবংশী-টাঙ্গাইল, ইঞ্জিনিয়র ইমন রাজবংশী-খুলনা, সুরেশ রাজবংশী-মালেশিয়া, মনিকা রাজবংশী-ঢাকা, কৃষ্ণ রাজবংশী-দুবাই, পলাশ বাবু রাজবংশী-ওমান,রনি রাজবংশী-মালেশিয়া, সুদেব রাজবংশী-গাজীপুর,ইঞ্জিনিয়ার জগ্ননাথ বিশ্বাস(রাজবংশী)-পিরোজপুর,(আহবায়ক খুলনা জেলা)প্রীতি রাজবংশী-ভারত, উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন অনঙ্গ মোহন রাজবংশী এবং ভাগলপুর দূর্গা মন্দির পঞ্চায়েত কমিটির উপদেষ্টা রঞ্জিত রাজবংশী,,অভি রাজবংশী-দক্ষিন আফ্রিকা প্রবাসী প্রমূখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে অনলাইনে সংগীত পরিবেশন করেন আরটিভির পরিচালনায় বাংলার গায়েনের সেরা ১০০তে স্থান পাওয়া অপূর্ব রাজবংশী। সামাজিক দূরুত্ব বজায় রেখে আনন্দ মূখর পরিবেশে ভার্চুয়াল লাইভে থাকা ইঞ্জিনিয়ার ইমন রাজবংশীর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।