অশান্ত মন....
কি কারণে কোন বারণে
নিজেকে রেখে সংগোপনে,
ধুকে ধুকে যাই মৃত্যুর কাছে হেরে
কষ্টের যন্ত্রণা খুঁজে পাইনা সন্ধানে।
-
খুবই যন্ত্রনায় ছটফট করে
দিন শেষ হয়ে যায় রাত পাইনা খুঁজে,
বলতে পারিনা কাউকে কিছুতে
মনের কষ্টে চোখ যায় বুঝে।
-
এভাবেই বুঝি জীবন চলে
বিপদ আসলে আসতেই থাকে,
সহজে যায়না বিপদ মুছে
সান্ত্বনা দেয় প্রিয় জন থেকে কাছে।
-
কাউকে কিছু পারিনা বলতে
মরণকে ভেবে যাই প্রতিক্ষণে,
হাসতে পারিনা অশান্ত মনে
মাবুদ মাওলা আছেন আমার সনে।
Comments