প্রিন্ট এর তারিখঃ ২০ মে, ২০২৪ ০৫:২০ পূর্বাহ্ন || প্রকাশের তারিখঃ ০৫ এপ্রিল, ২০২৪

শ্রীনগরে ভ্রাম্যমাণ অভিযানে আর্থিক জরিমানা ও কারাদন্ড প্রদান

ভ্রাম্যমাণ অভিযানে আর্থিক জরিমানা ও কারাদন্ড প্রদান

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি মামলায় মোট ১০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় ও একজনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দেউলভোগ ও ষোলঘর এলাকায় অভিযান চালানো হয়।  
ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ। এ সময় দেউলভোগে মৎস্য ও পশুখাদ্য আইনের আওতায় এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে ষোলঘর বাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  এক ব্যক্তিকে ৫ হাজার টাকা আর্থিক জরিমান ও ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়।  
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, এদিন আড়িয়ল বিল এলাকায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে জরুরী অভিযান পরিচালনা করা হয়েছে। বেশকিছু মাটিবাহী ট্রলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ব্যাপারে অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট নিউজ