প্রিন্ট এর তারিখঃ ২০ মে, ২০২৪ ১৫:৫১ অপরাহ্ন || প্রকাশের তারিখঃ ১৩ মার্চ, ২০২৪

শ্রীনগর সাব-রেজিস্ট্রি অফিসের কাটা গাছ রাখা হলো বন বিভাগে 

শ্রীনগর সাব-রেজিস্ট্রি অফিসের কাটা গাছ রাখা হলো বন বিভাগে 

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের শ্রীনগর সাব-রেজিস্ট্রি অফিসের শত বছরের পুরনো কাটা কড়ই গাছ উপজেলা বন বিভাগে নিয়ে রাখা হয়েছে। গত ১১ মার্চ ২০২৪ খ্রীঃ (সোমবার) বিকাল ৩ টার দিকে উপজেলা বন বিভাগের লোকজনকে গাছের টুকরো ট্রলিতে করে নিতে দেখা গেছে। এ বিষয়ে উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো. সেলিম হোসেন খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, কাটা গাছ আমার জিম্মায় রাখতে বলা হয়েছে। ঘটনাস্থলে গাছগুলো পরে থাকাটা নিরাপদ মনে করছি না। চুরি হয়ে যাওয়ার ভয়ে গাছগুলো বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। তিনি আরো বলেন, সাব-রেজিস্ট্রি অফিসের জায়গা সংলগ্ন আলাদা দাগে অর্পিত সম্পত্তির ওপরে গাছ দুটি ছিল বলে দাবী সংশ্লিষ্ট দলিল লেখদের। জায়গা পরিমাপ করা হলে আইন মেনে গাছ বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গেল ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শ্রীনগর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রব শিকদার ও সাবেক সভাপতি পরিমল চক্রবর্তীর বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ উঠে। এ ঘটনায় মুন্সীগঞ্জের জেলা রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার জামিলুর রহমান ঘটনাস্থলে পরির্দশন করতে এসে শ্রীনগর সাব-রেজিস্ট্রার আবুল বশারকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন

প্রিন্ট নিউজ