প্রিন্ট এর তারিখঃ ২০ মে, ২০২৪ ১৪:৩৯ অপরাহ্ন || প্রকাশের তারিখঃ ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

শ্রীনগরে এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ২১

ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়

স্টাফ রিপোর্টারঃ শ্রীনগরে এসএসসি ও সমমানের বাংলা-১ম পত্র পরীক্ষায় মোট ২১ জন পরীক্ষার্থী অনুপস্থিত। মোট ২৪৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির সংখ্যা ছিল ২৪৫৪। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ৩টি পরিক্ষা কেন্দ্র ও ৭টি ভেন্যুতে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ চন্দ্র পাল এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পরীক্ষার প্রথম দিনে এসএসসিতে ২২৬৯ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৭ জন। অপরদিকে দাখিলে ১২৬ জনের মধ্যে ৩ জন এবং ভোকেশনালে ৮০ জনের মধ্যে ১ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

উপজেলার ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ষোলঘর পরীক্ষা ভেন্যু পরিচালনা কমিটির সদস্য সচিব মো. তৌহিদুর রহমান বলেন, পরীক্ষা চলাকালীন সময় ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে।

প্রিন্ট নিউজ