প্রিন্ট এর তারিখঃ ২০ মে, ২০২৪ ১০:০৪ পূর্বাহ্ন || প্রকাশের তারিখঃ ১৮ অক্টোবর, ২০২৩

শ্রীনগরে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বালক-বালিকাদের প্রীতি ফুটবল ম্যাচ

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বালক-বালিকাদের প্রীতি ফুটবল ম্যাচ

ষ্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণিষ্ঠ ভ্রাতা শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ ও বালক-বালিকা প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শ্রীনগর স্টেডিয়ামে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে আরধীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা একাদশ লাল দল বনাম বীরতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা একাদশ সবুজ দল মাঠে নামে। কোন দল গোল না করতে পারায় ম্যাচটি ড্র হয়। দ্বিতীয় ধাপে তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক একাদশ লাল দল বনাম হাঁসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক একাদশ সবুজ দল মাঠে নামে। তন্তর বালক একাদশ লাল দলকে ১-০ গোলে হাঁসাড়া বালক একাদশ সবুজ দল পরাজিত করে। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. মহিউদ্দিন। শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান মামুনের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান, পৃষ্ঠপোষকতায় ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মহিউদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আবুল কাশেম, শ্রীনগর উপজেলার ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম প্রমুখ। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রিন্ট নিউজ