প্রিন্ট এর তারিখঃ ১১ মে, ২০২৪ ২৩:১১ অপরাহ্ন || প্রকাশের তারিখঃ ২৩ মার্চ, ২০১৯

জমে উঠেছে শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচন

জমে উঠেছে শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচন

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ ৩১শে মার্চ ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের প্রতীক বরাদ্দের পরেই জমে উঠেছে শ্রীনগর উপজেলার প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারনা। উপজেলার চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা সকাল থেকে গভীর রাত অবধি অবিরাম চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন এলাকার উন্নয়নের নানা রকম প্রতিশ্রুতি। প্রার্থীদের পোষ্টারে ছেয়ে গেছে পুরো এলাকা, মাইকিং আর মিছিলে মিছিলে প্রকম্পিত হচ্ছে নির্বাচনী এলাকা। চায়ের দোকানে চলছে পছন্দের প্রাথীদের নিয়ে তুমুল বিতর্ক।
এ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ৫জন প্রার্থী। এদের মধ্যে ৪ জনই আওয়ামীলীগের আর ১ জন বিকল্পধারার প্রার্থী। দলীয় মনোনয়ন না পাওয়ায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৩ জন নেতা (বিদ্রোহী) স¦তন্ত্র প্রাথী হয়ে প্রতিদ্বন্বিতা করছেন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন দলীয় (নৌকা) মার্কা নিয়ে, স¦তন্ত্রপ্রার্থী জেলা যুবলীগের অর্থবিষয় সম্পাদক মসিউর রহমান মামুন (আনারস), কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ জাকির হোসেন (দোয়াত-কলম), ভাগ্যকূল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম খাঁন একুল (মটর সাইকেল), বিকল্পধারা থেকে হাফিজুর রহমান ঝান্টু দলীয় প্রতীক (কুলা) মার্কা নিয়ে নির্বাচন করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রতিদ্বদ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগের শেখ মোঃ আলমগীর (উড়োজাহাজ) জহিরুল হক নিশাত শিকদার (তালা) ও ওয়াহিদুর রহমান জিঠু (টিউবওয়েল) এবং বিকল্প ধারার জাহাঙ্গীর আলম নিশি (কুলা) ও নুর হোসেন সুমন (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী। তারা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম (হাঁস), রেহানা বেগম (কলস), আঁখি শাহীন (প্রজাপতি) ও মর্জিনা আক্তার মুন্নি (ফুটবল)। জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা জাহানারা বেগমকে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করায় ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ উপজেলায় ১৪টি ইউনিয়নে ৮৮ কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ২লাখ ১৮ হাজার ২শত ৫৩ জন এদের মধ্যে নারী ভোটার  ১ লাখ ৭ হাজার ১শত ১৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ১১ হাজার ১ শত ৩৬ জন।


 

প্রিন্ট নিউজ