প্রিন্ট এর তারিখঃ ১৪ মে, ২০২৪ ০১:৪৩ পূর্বাহ্ন || প্রকাশের তারিখঃ ২৪ আগস্ট, ২০২৩

শ্রীনগরে ব্যাটারির নকল পানি তৈরির কারখানা

হাঁসাড়ায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে সংলগ্ন দ্বীন ইসলাম পাঠান সুপার মার্কেট (বাসষ্ট্যান্ডের পাশে পুরাতন পুলিশ ফাঁড়ির দক্ষিণ পাশে)

ষ্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়ায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে সংলগ্ন দ্বীন ইসলাম পাঠান সুপার মার্কেট (বাসষ্ট্যান্ডের পাশে পুরাতন পুলিশ ফাঁড়ির দক্ষিণ পাশে) এসিডের সংমিশ্রনে তৈরি করা ব্যাটারির বিভিন্ন নামিদামি ব্রান্ডের স্টিকারসহ নকল পানি। ব্র্যান্ডের নকল মোড়ক গ্যালোনে ব্যবহার করে এসব পানি বাজারজাত করা হচ্ছে। মার্কেটের একটি টিনশেড ভাড়া নিয়ে ব্যাটারির এসব ভেজাল পানি তৈরির অভিযোগ উঠেছে। কারখানাটির মালিক মো. খলিল। সে শরীয়তপুর এলাকার আব্দুল করিমের ছেলে। সরেজমিনে গিয়ে জানা যায়, সাইনবোর্ডবিহীন কারখানাটিতে ব্যাটারির পানি প্রস্তুতের বিভিন্ন যন্ত্রপানি বসানো হয়েছে। এর মধ্যে প্লাষ্টিকের গ্যালোনে সালফিউরিক এসিড ব্যবহার করে নামিদামি ব্র্যান্ডের নকল ব্যাটারির পানি ভরা হচ্ছে। লাগানো হচ্ছে নকল স্টিকার। এ সময় এমদাদুল হক নামে এক শ্রমিক বলেন, ৪ মাস ধরে কারখানাটি খোলা হয়েছে। কারখানার কোন বৈধ ছাড়পত্র রয়েছে কিনা জানতে চাইলে তিনি দম্ভ করে বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে ট্রেড লাইসেন্স নিয়েছি। ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স কি এই কারখানার বৈধতা বহণ করে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কথা এড়িয়ে যান। তার কিছুক্ষণ পর মো. খলিল নামে ব্যক্তি নিজেকে কারখানার মালিক দাবি করে বলেন, ব্যাটারির পানি বিক্রি করে কোন লাভ হচ্ছেনা। এই ব্যবসা বন্ধ করে দিব। নামিদামি ব্রান্ডের ব্যাটারির পানি তৈরি করার বিষয়ে এক প্রশ্নে জবাবে তিনি বলেন, সবখানে এই ভাবেই চলছে। ছাড়পত্রবিহীন নকল পণ্য বাজারজাত করা কতটা যুক্তিযুক্ত এই প্রশ্নের জবাবে কারখানার মালিক খলিল কোন সুদত্তোর দিতে পারেননি। এই বিষয়ে হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান খাঁনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা ছিলনা। আমাদের ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্সের নাম ব্যবহার করে যদি অবৈধভাবে কিছু করা হয়ে থাকে তাহলে অবশ্যই লাইসেন্সটি বাতিল করা হবে। স্থানীয় ইউপি সদস্যকে এখনই পাঠাচ্ছি। এ ব্যাপারে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি। পরে মোবাইল ফোনে ক্ষুদেবার্তা প্রেরণ করা হয়েছে। 

প্রিন্ট নিউজ