প্রিন্ট এর তারিখঃ ২৫ এপ্রিল, ২০২৪ ১৮:৩১ অপরাহ্ন || প্রকাশের তারিখঃ ০৩ অক্টোবর, ২০২১

শ্রীনগরের আটপাড়ায় নৌকার বিপক্ষে অবস্থানকারী প্রার্থীকে সমর্থন জানালো তৃনমূল আ’লীগ

মো: ফজলুর রহমান

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়ন পরিষদের আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে গত বারের নৌকার বিপক্ষে অবস্থানকারী চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী দর্জি বাড়ির কর্ণধার ফজলুর রহমানকে (ফুল চাঁন) রহস্যজনক কারণে সমর্থন জানালো তৃনমূল আ’লীগ। এনিয়ে ইউনিয়নব্যাপী আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।  

জানা গেছে, গত শনিবার সকালে আটপাড়া ইউনিয়নের তারাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেনী কক্ষে ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ওয়ার্ড আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সমর্থন জানায় গত বারের আ’লীগ মনোনীত পদপ্রার্থীর বিরুদ্ধে অবস্থানকারী আ’লীগ সমর্থিত পদপ্রার্থী ফজলুর রহমানকে। এনিয়ে নৌকার মনোনয়ন প্রত্যাশী অন্যান্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে চরম হতাশার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চলছে সমালোচনার ঝড়।  স্থানীয় ত্যাগী নেতাকর্মীরা জানান, নৌকার বিপক্ষে অবস্থানকারী প্রার্থীকে তৃনমূলের এই রহস্যজনক সমর্থনকে তারা কোনভাবেই মেনে নিতে পারেছেন না।  

অনুসন্ধানে জানা যায়, গত ইউপি নির্বাচনে আটপাড়া ইউনিয়নে আ’লীগের মনোনীত পদপ্রার্থী তৎকালীন ইউনিয়ন সভাপতি আলহাজ বিল্লাল হোসেন খানের (নৌকা) বিরুদ্ধে বিদ্রোহী হিসেবে (চশমা মার্কা) নৌকার প্রতীকের বিপক্ষে অবস্থান নেয় দর্জি বাড়ির কর্ণধার ফজলুর রহমান। এছাড়া নির্বাচনে অংশ নেন বিএনপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী শ্রীনগর উপজেলা জিয়া পরিষদের সভাপতি জিল্লুর রহমান জিল্লু (ধানের শীষ) ও বিএনপি সমর্থিত তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আইয়ুব আলী খান (আনারস)।

ভোটের মাঠে আ’লীগের দ্বন্দ্ব ও ভোট ভাগাভাগির সুযোগে বিএনপি সমর্থিত আলহাজ আইয়ুব আলী খান পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন। সূত্রমতে জানা গেছে, আনারস প্রতীক নিয়ে প্রায় ৩৭’শত ভোট বর্তমান চেয়ারম্যান আলহাজ আইয়ুব আলী খান জয়লাভ করেন। অপরদিকে নৌকার বিপক্ষে অবস্থানকারী ফজলুর রহমানের চশমা মার্কা নিয়ে প্রায় সাড়ে ৩ হাজার পেয়ে দ্বিতীয় ও আলহাজ বিল্লাল হোসেন নৌকা প্রতীক নিয়ে প্রায় ১ হাজার ৯’শত ভোট পেয়ে তৃতীয় হন। ধানের শীষ প্রতীক সর্বনি¤œ ভোট পেয়ে বিএনপি মনোনীত প্রার্থী জিল্লুর অবস্থান চতুর্থ ছিল। 

আটপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ২০১৬ সালে ফজলুর রহমান নৌকার মনোনয়ন চেয়ে এমপির বাসায় তৃনমূল ভোটে হেরে যান। পরে আ’লীগের মনোনীত প্রার্থীর বিপক্ষে চশমা মার্কা নিয়ে অবস্থান করে চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। এ কারনে গত শনিবারের ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভায় তার কোন সমর্থন ছিলনা। সভাপতি আব্দুল হাই সিকদারের কাছে জানতে চাইলে তিন এ বিষয়ে এড়িয়ে যান।
আটপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আলহাজ বিল্লাল হোসেন খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বর্ধিত সভার বিষয়ে আমাকে ডাকা হয়নি। গত নির্বাচনে আমি নৌকার প্রার্থী ছিলাম। এর আগে তৃনমূল ভোটে আমার থেকে ৪ ভোট কম পেয়েছিলেন ফজলুর রহমান। পরে তিনি নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হন। 

এ ব্যাপারে দর্জি বাড়ির কর্ণধার ফজলুর রহমানের (ফুলচাঁন) কাছে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

প্রিন্ট নিউজ