প্রিন্ট এর তারিখঃ ০৩ মে, ২০২৪ ২৩:৫২ অপরাহ্ন || প্রকাশের তারিখঃ ২২ সেপ্টেম্বর, ২০২১

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২২৯ জন ভর্তি

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২২৯ জন ভর্তি

ডেস্ক রিপোর্টঃ করোনাকালে উর্ধ্বমূখী সংক্রমণের মধ্যেই একদিনে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন আরও ২২৯ জন রোগী।

বুধবার (২২ সেপ্টেম্বর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কন্ট্রোল রুমের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২২৯ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৫৩ জন ঢাকার বাইরের এবং বাকি ১৭৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৮ রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৪৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮১৯ জন ও দেশের অন্য বিভাগগুলোতে ১৯৯ রোগী ভর্তি রয়েছে।

উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৯ জনের মৃত্যু হয়।  এরমধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং চলতি মাসে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।

 

 

সূএ: ভোরের পাতা

প্রিন্ট নিউজ