প্রিন্ট এর তারিখঃ ০৪ মে, ২০২৪ ১৮:৫২ অপরাহ্ন || প্রকাশের তারিখঃ ০৩ মার্চ, ২০১৯

শ্রীনগরে মনোনয়ন ফরম বিক্রি: ১৬

মুন্সিগঞ্জের শ্রীনগরে মনোনয়ন ফরম বিক্রি: ১৬

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় বিভিন্ন পদে সর্বমোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১৬টি। চেয়ারম্যান প্রার্থীর ৫টি, ভাইস চেয়ারম্যান প্রার্থীর ৭টি ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর ৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। ৩ মার্চ রবিবার বিকালে এই প্রতিবেদন লেখাকালীন পর্যন্ত উপজেলা ইউএনও অফিস সূত্রে এ তথ্য জানাযায়। তবে ৪ মার্চ সোমবার ফরম বিক্রি ও জমা দেয়ার শেষ দিনেও বিক্রির সংখ্যা আরো বাড়তে পারে বলে সূত্রমতে জানাযায়।
মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আ’লীগের দলীয় মনোনীত (নৌকা) চেয়ারম্যান প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ তোফাজ্জল হোসেন। একই পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মশিউর রহমান মামুন, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোঃ জাকির হোসেন, ভাগ্যকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আ’লীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম একুল খান, বিকল্প ধারার নেতা হাফিজুর রহমান ঝাট্টু।  
ভাইস চেয়ারম্যান পদে শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ মোঃ আলমগীর হোসেন, সাবেক আ’লীগ নেতা সিরাজুল ইসলাম তালুকদার, কেন্দ্রীয় বিকল্প যুবধারার নেতা নূর হোসেন, জাহাঙ্গীর আলম নিশি ও মজিবুর রহমান মীর। মীর কোন দলের প্রার্থী হবেন তা নিশ্চিত হওয়া যায়নি।  
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে জেলা যুব মহিলা লীগের যুগ্ন-আহবায়ক আঁখি শাহিন, উপজেলা মহিলা আ’লীগের সহ-সভানেত্রী রেহেনা বেগম, উপজেলা যুব মহিলা লীগের যুগ্ন-আহবায়ক মর্জিনা বেগম ও বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির মহিলা নেত্রী জাহানারা বেগম। আগামী ৬ মার্চ বুধবার মনোনয়ন ফরম যাচাই বাছাইয়ের শেষ দিন। মার্কা বরাদ্দের পরেই জমে উঠবে শ্রীনগর উপজেলা পরিষদের নির্বাচন এমনটাই বলছেন উপজেলা বাসী।

 

প্রিন্ট নিউজ