প্রিন্ট এর তারিখঃ ২৭ এপ্রিল, ২০২৪ ২০:৫১ অপরাহ্ন || প্রকাশের তারিখঃ ২২ এপ্রিল, ২০২১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

চলমান লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)  প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (২২ এপ্রিল) চলমান লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এ দিন বিকালে পৌরশহরে করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি চলাচলে সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধ প্রতিপালন নিশ্চিতকরণে ও রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকারি নির্দেশনা মেনে চলার বিষয়ে ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ।

এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখার অপরাধে ৪ জন দোকান ব্যবসায়ীকে মোবাইল কোর্টে মোট ৬ হাজর ২ শত টাকা অর্থদন্ড প্রদান করেন।

এছাড়াও তিনি সাধারণ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ ও তাদেরকে সরকারি নির্দেশ মেনে চলার জন্য উদ্বুদ্ধ করেন। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রিন্ট নিউজ