প্রিন্ট এর তারিখঃ ২৪ এপ্রিল, ২০২৪ ১৩:১৫ অপরাহ্ন || প্রকাশের তারিখঃ ০৯ মার্চ, ২০২১

পাবনায় অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ

সংগৃহীত

পাবনায় অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। জেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এ কারখানার সন্ধান মেলে। এ সময় দুইজনকে আটক করা হয়। কারখানাটিতে অস্ত্রের পাশাপাশি নকল ওষুধও তৈরি হতো।  

মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন— পাবনার বেড়া উপজেলার রাকশা গ্রামের আব্দুল্লাহ আল মনসুর মিঠু ও একই উপজেলার নাটিয়াবাড়ি রাজনারায়ণপুর গ্রামের আব্দুল আল ছিয়াম কাজী।  

মহিবুল ইসলাম খান জানান, সোমবার (৭ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ও আমিনপুর থানা পুলিশ নাটিয়াবাড়ি এলাকার আলম হোসেনের বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানে ওই বাড়ির একটি কক্ষে অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়। সেখান থেকে একটি খেলনা পিস্তল, একটি দেশে তৈরি রিভলবার, দুইটি শটগান, বিপুল পরিমাণ নকল ওষুধ ও ওষুধ তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন অবৈধ অস্ত্র তৈরির বিষয়টি স্বীকার করেছেন। আটক দু’জনের বিরুদ্ধে মামলায় দায়ের হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের  আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

প্রিন্ট নিউজ