প্রিন্ট এর তারিখঃ ২৯ মার্চ, ২০২৪ ০৭:৪৩ পূর্বাহ্ন || প্রকাশের তারিখঃ ০২ মার্চ, ২০২১

ঢাকা-মাওয়া রুটে শরিয়তপুর পরিবহন নামে ডিজিটাল বাস সার্ভিস উদ্ভোধন করলেন সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি

যুগের কন্ঠ

মোঃ রাকিব শেখ

মঙ্গলবার দুপুর ২টার দিকে শরিয়তপুর পরিবহন নামে ডিজিটাল বাস সার্ভিস উদ্ভোধন করলেন সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি।
লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক  ও শরিয়তপুর পরিবহন এর সভাপতি  শফিকুল ইসলাম মাদবরের সভাপতিত্বে ও শেখ জামালের সঞ্চালনায়  পরিবহনের উদ্ভোধক ও প্রধান অতিথি ছিলেন  সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি।

এসময় বিশেষ অতিথি ছিলেন লৌহজং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও লৌহজং উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গনি তালুকদার, শরিয়তপুর পরিবহন এর উপদেষ্টা লৌহজং উপজেলা আওয়ামীলীগের  মেদীনীমন্ডলের চেয়ারম্যান ও আশরাফ হোসেন খান ,মেহেদী হাসান লৌহজং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক  হলদিয়া চেয়ারম্যান ও হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, লৌহজং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আখতার হোসেন খান লাবু,রফিক খান,ফারুক বেপারী,  লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদশাহ্ আলম খান,মুরাদ বেপারী,সালাউদ্দিন মাদবর,তুহিন বেপারী, লিংকন হাওলাদার,মনির হোসেন,মিন্টু বেপারী, শাহাদাত বেপারী লৌহজং উপজেলা,মাহাবুব হোসেন বাবু,আনোয়ার,রাজিব, হোসেন ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমন,মো.শফিকুল ইসলাম বেপারী সাবেক ছাত্রলীগ নেতা ঢাকা সড়ক পরিবহন নেতা হাজী জয়নাল,আবুল ম্ধা প্রমূখ।

মাওয়া থেকে যাত্রাবাড়ী হয়ে কমলাপুর স্টেশনে গিয়ে শেষ হবে যাত্রা। আবার  কমলাপুর স্টেশন থেকে যাত্রাবড়ী হয়ে মাওয়ায় এসে থামবে বাসটি।

পরিবহনটিতে আরামদায়ক সীটের পাশাপাশি থাকছে সার্বক্ষণিক ফ্রি ওয়াইফাই সিস্টেম যা ঢাকা-মাওয়া রুটে এটাই প্রথম। নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করার জন্য লাগানো হেেয়ছে সি সি টিভি ক্যামেরাও যাতে যাত্রীরা ভ্রমণে আনন্দের সাথে নিরাপদেও চলাচল করতে পারে।  

 
 

প্রিন্ট নিউজ