প্রিন্ট এর তারিখঃ ০৩ মে, ২০২৪ ২০:০৮ অপরাহ্ন || প্রকাশের তারিখঃ ২৪ ফেব্রুয়ারী, ২০২১

শ্রীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন উপলক্ষে আলোচনা সভা

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন উপলক্ষে আলোচনা সভা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুজিববর্ষে সেনা বাহিনীর উদ্যোগে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ উপলক্ষে শ্রীনগরে আলোচনা সভা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২ মার্চ বিকাল ৩ টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অনুষ্ঠিত ৫ কিলোমিটার ম্যারাথন বিষয়ে তথ্য উপস্থাপন করেন বাংলাদেশ সেনা বাহিনীর পদ্মা সেতুর উত্তর প্রান্তে কর্মরত কম্পোজিড-৯৯ এর মেজর আরিফ। তিনি জানান, এই ম্যারাথনে বিভিন্ন বয়সের ২ হাজার নারী-পুরুষ অংশগ্রহন করবেন। এদের মধ্যে শ্রীনগর উপজেলা থেকে ৮৫০ জন, লৌহজং উপজেলা থেকে ৮০০ জন ও সেনা বাহিনীর ৩৫০ জন অংশগ্রহন করবেন। অংশগ্রহন কারীদেরকে িি.িফযধশধসধৎধঃযড়হ.পড়স.নফ ওয়েবসাইডে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পরে গুগল প্লে-স্টোর থেকে এপস্ নামিয়ে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে। অংশগ্রহনকারীদের মধ্যে ৫ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে। এছাড়াও প্রত্যেক অংশগ্রহনকারী পাবেন নাস্তা, টি-শার্ট ও সার্টিফিকেট। 
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার জানান, কেউ নিজে রেজিস্ট্রেশন করতে না পারলে পাশর্^বর্তী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের কাছে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে। আমরা শ্রীনগর উপজেলা থেকে এই ম্যারাথনে ৮৫০ জনের অংশগ্রহন নিশ্চিত করবো। শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুনসহ সভায় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ, হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন, শ্রীনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রেজাউল হক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম, মোকলেছুর রহমান, আইয়ূব আলী খান, আঃ কাইয়ূম রতন, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফা মোহাম্মদ নোমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আলাউদ্দিন শিকদার সুমন, শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম জিকু, সরকারি শ্রীনগর কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রাব্বি, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিমন। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও বিএনসিসি’র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রিন্ট নিউজ