প্রিন্ট এর তারিখঃ ২৫ এপ্রিল, ২০২৪ ১৬:৫১ অপরাহ্ন || প্রকাশের তারিখঃ ২০ ফেব্রুয়ারী, ২০২১

লৌহজংয়ে আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

যুগের কন্ঠ

 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা গাঁওদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড আ.লীগের বর্ধিত সভা হয়েছে। গতকাল ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চঞ্চল তালুকদারের সভাপতিত্বে এবং চঞ্চল ফকিরের সঞ্চালনায়,বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় লৌহজং উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য দেলোয়ার হোসেন ধলু সিকদার বলেন আসন্ন গাঁওদিয়া ইউপি নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সাগুফতা ইয়াসমিন এমিলির সিদ্ধান্তে যাকে নৌকা প্রতীক সমর্থন দেয়া হবে তার পক্ষে সকলকে ঐকবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়। এসময় ৪নং ওয়ার্ড মেম্বার হাজী আক্তার হোসেন বলেন আসন্ন ইউপি নির্বাচনে আমি আর নির্বাচন করবোনা, ৪নং ওয়ার্ড মেম্বার প্রত্যাশী চঞ্চল ফকির’কে মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

তিনি বলেন চঞ্চল ফকির করোনা মহামারির সময় এলাকাবসীর ঘরে ঘরে সুবিধা অসুবিধার খুঁজ খবর নিতেন এছাড়াও সমাজের উন্নয়ন মূলক কাজে সবসময় পাশে থাকেন। উক্ত সভায় সকলে চঞ্চল ফকিরের পক্ষে নির্বাচন করার সমর্থন করেন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লৌহজং উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য হাজী মো.দেলোয়ার হোসেন ধলু সিকদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা আওয়ামীলীগের কার্যকারি সদস্য হাজী মো.শহিদুল ইসলাম ফকির,আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ আকন,আওয়ামীলীগ নেতা সবুজ সিকদার,হাজী আক্তার হোসেন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য,লৌহজং আওয়ামী যুব লীগের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ শামিম,সহ-সম্পাদক মো.সোহাগ মোল্লা,গাঁওদিয়া ইউনিয়ন যুব লীগের সহ-সভাপতি ইমরুল হাসান মাসুম মুন্সী,৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিম শেখ,সহ-সভাপতি মতি মৃধা,যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম জীবন সিকদার,কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ হিরু,শ্রম বিষয়ক সম্পাদক রুবেল সিকদার,সাংকৃতিক বিষয়ক সম্পাদক মো.কাদের তালুকদার,সহ-সাংগঠনিক সম্পাদক পাবেল খান,৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আসিক বেপারি,সাধারন সম্পাদক ইয়াসিন তালুকদার,হাজী মো.ওয়াহিদ ফকির,শহিদুল হাওলাদার,আব্দুল রহিম বেপারি,মো.রিয়াদ সিকদার,মো.লিটন চোকদার,মো.আলী হোসেন বেপারি,মো.ইয়াছিন মৃধা,মো.রতন বেপারি,জাহাঙ্গীর সিকদার,মাওলানা ইউসুফসহ অদ্য ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রিন্ট নিউজ