প্রিন্ট এর তারিখঃ ২৯ মার্চ, ২০২৪ ০০:২৬ পূর্বাহ্ন || প্রকাশের তারিখঃ ১৪ ফেব্রুয়ারী, ২০২১

জয় পেতে হলে বাংলাদেশের দরকার ২৩১

সংগৃহীত

মিরপুর টেস্টের চতুর্থদিন ৬ উইকেটে ৯৮ রান নিয়ে লাঞ্চে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। যদিও ততক্ষণে তাদের লিড ছাড়িয়ে গিয়েছিল ২০০।

সংগৃহীত
বিষয়টি বোধহয় পছন্দ হয়নি তাইজুল-নাঈমদের। লাঞ্চ থেকে ফিরেই তাই টপাটপ উইকেট তুলে ক্যারিবীয় ইনিংসের সমাপ্তি টেনে দিলেন তারা। ওয়েস্ট ইন্ডিজ অল আউট ১১৭ রানে। মিরপুর টেস্ট জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ালো ২৩০ রান।

আগের তিন ৩ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ এদিন প্রথম সেশনে হারায় আরো ৩ উইকেট। চট্টগ্রাম টেস্টের ঘাতক কাইল মেয়ার্সকে (৬) এলবিডাব্লুর ফাঁদে ফেলেন আবু জায়েদ রাহি। তার আগে জোমেল ওয়ারিকানকে (৩০) একইভাবে সাজঘরের পথ দেখান রাহি। আর তাইজুল ইসলামের বলে লিটন দাসের দুর্দান্ত স্টাম্পিংয়ের শিকার হন জার্মেইন ব্ল্যাকউড (৯)।

লাঞ্চ থেকে ফিরে জসুয়া ডি সিলভাকে (২০) সৌম্য সরকারের ক্যাচে পরিণত করেন তাইজুল। এরপর আলজারি জোসেফও (৯) তাইজুলের শিকার হয়ে মাঠ ছাড়েন। 

একপ্রান্তে অবশ্য চিন্তার কারণ হয়ে উঠছিলেন এনক্রুমাহ বুনার (৩৮)। তাকে বোল্ড করে টাইগার শিবিরে চূড়ান্ত স্বস্তি আনেন নাঈম। তারপর রাহকিম কর্নোয়ালকে (১) মুশফিকের ক্যাচে পরিণত করে সফরকারীদের ইনিংসে সমাপ্তি টানেন তিনি।

প্রিন্ট নিউজ