প্রিন্ট এর তারিখঃ ২৬ এপ্রিল, ২০২৪ ১৫:১৯ অপরাহ্ন || প্রকাশের তারিখঃ ০৪ ফেব্রুয়ারী, ২০২১

মিরাজের সেঞ্চুরিতে ভর করে ৪৩০ রান করেছে বাংলাদেশ

সংগৃহীত

এর আগে কখনো তিন অঙ্কের দেখা পাননি মেহেদি হাসান মিরাজ। তবে ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই সাফল্যের মুখ দেখেন এই অলরাউন্ডার। চা বিরতির আগে তাই সাকিব আল হাসান ও মিরাজের ব্যাটে ভর করে ৪৩০ রান করেছে বাংলাদেশ।  

সবকিছু ঠিক থাকলে পাঁচ দিনে ১৫ সেশন খেলা হয়। সেখানে বাংলাদেশের টেস্ট রেকর্ডে পাঁচ দিন পর্যন্ত ম্যাচ গড়িয়েছে এমন সংখ্যার আনুপাতিক হার কম। তাই তুলনামূলক নবীন হলেও সফরকারীদের বিপক্ষে শেষ উইকেট পর্যন্ত খেলেছে টাইগাররা। মাঝারি আকারের জুটি গড়ে উঠেছে বেশ কয়েকটি। তবে এত রান পরেও শতকের আক্ষেপ যেন থেকেই যাচ্ছিল।

মাঠের সঙ্গে মানিয়েই নিয়েছিলেন সাকিব। প্রথম দিনের পর দ্বিতীয় দিনে লিটন দাস আউট হয়ে গেলেও মিরাজকে নিয়ে এগোতে থাকেন তিনি। তবে জুটিতে মাত্র ৬৭ রান যোগ করেই ব্যক্তিগত ৬৮ রানে প্যাভিলিয়নে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার। এরপর ব্যাটসম্যান বলতে ক্রিজে একাই ছিলেন মিরাজ, জুটি গড়েছেন বোলারদের সঙ্গে। তবে বেশ দৌড়ে খেলেছেন এই অলরাউন্ডার। ১৬৮ বলে খেলেছেন ১০৩ রানের ইনিংস যেখানে চারের সংখ্যাই ১৩টি, নেই কোনো ছয়। এর মাধ্যমেই আন্তর্জাতিক তিন ফরম্যাটের প্রথম শতক তুলে নেন তিনি।

প্রিন্ট নিউজ