প্রিন্ট এর তারিখঃ ১৬ এপ্রিল, ২০২৪ ১১:৫০ পূর্বাহ্ন || প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারী, ২০২১

শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২০ কেজি নিষিদ্ধ ঝাটকা মাছ জব্দ ও ৩ ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলার বাড়ৈখালী বাজার ও হাঁসাড়া বাজার এলাকায় শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-১১’র কোম্পানী কমান্ডার জেলা সহকারী পুলিশ সুপার প্রণব কুমার, শ্রীনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক প্রমুখ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার বলেন, অভিযান চালিয়ে জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট ও ঝাটকা মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়। অপরদিকে অসাধু ৩ ব্যক্তির কাছ থেকে জরিমানা বাবদ মোট ১০ হাজার টাকা আদায় করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট নিউজ