প্রিন্ট এর তারিখঃ ২০ এপ্রিল, ২০২৪ ১৯:৫৪ অপরাহ্ন || প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর, ২০২০

শ্রীনগরের ভাগ্যকুলে স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলা

ভাগ্যকুলে স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদকের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচূরের ঘটনা ঘটেছে। গত ২০ নভেম্বর শুক্রবার রাতে উপজেলার আল-আমিন বাজারে এই ঘটনা ঘটে। স্বেচ্ছাসেব লীগ নেতা মো. ইব্রাহিম খলিল উজ্জল ইউনিয়নের উত্তর কামারগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম জয়নাল আবেদীন মোক্তারের পুত্র। হামলার শিকার সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা ইব্রাহিম খলিল উজ্জ্বল (৪৫) জানান, ভাগ্যকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আব্দুল সামাদ আগামী ইউপি নির্বাচনকে সামনে তার হয়ে কাজ করতে। আমি তার সাথে কাজ করতে অস্বীকার করি। এবং একই ওয়ার্ডে সম্ভব্য ইউপি পদপ্রার্থী নূরুল আমীন মোড়লের হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করি। এতে করে সামাদ মেম্বার আমার ওপর ক্ষিপ্ত হয়। শুক্রবার ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলণ শেষে বাড়ি ফেরা পথে সামাদ মেম্বারের নেতৃত্বে উত্তর কামারগাঁও এলাকার ইয়ার আলী, রবিন, ইয়ারিন, জাহাঙ্গীর ও ইমনসহ একটি বাহিনী আমার ওপর হামলা চালায়। পরে গ্রুপটি আমার বাড়িতে হামলা করে ভাঙচূর করে। ভূক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত ইব্রাহিম খলিল উজ্জলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করা হয়েছে। ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল সামাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলে আমি ছিলামনা। জানতে পেরে ঘটনাস্থলে এসে মারামারির থামিয়েছি।
এব্যপারে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানায়, এ ঘটনায় রাতে আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
   

 

প্রিন্ট নিউজ