প্রিন্ট এর তারিখঃ ০৭ মে, ২০২৪ ১০:৪১ পূর্বাহ্ন || প্রকাশের তারিখঃ ২৭ সেপ্টেম্বর, ২০২০

রাণীশংকৈলে কুলিক নদী আবার প্লাবিতঃ বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

কলেজে আশ্রয় নেয়া বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ গত ২২থেকে ২৬ সেপ্টেম্বর (মঙ্গল-শনিবার) টানা ৫ দিনের প্রবল বৃষ্টিপাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুলিক নদী আবারও প্লাবিত হয়েছে। এতে নদীপাড়ের কুলিকপাড়াসহ উপজেলার আমজুয়ান, লেহেম্বা, কোচল শিংপাড়া ও আরো কিছু নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার বিশেষত কাঁচা বাড়িঘর, মালামাল ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাণ বাঁচাতে কুলিকপাড়া ও আশপাশের বসতির লোকজন নিকটবর্তী রাণীশংকৈল ডিগ্রি কলেজে এসে আশ্রয় নিয়েছেন।  ২৭ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কলেজে আশ্রয় নেয়া বন্যার্তদের মাঝে ১০ কেজি করে চাল ও ১ কেজি করে ডাল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা, অধ্যক্ষ তাজুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলি তাজউদ্দীন, রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি প্রমুখ। প্রসঙ্গত বন্যায় বিভিন্ন স্থানে বাড়িঘর ও রাস্তা ভেঙ্গে যাওয়ায় যানবাহন ও মানুষের চলাচলে দূর্ভোগ সৃষ্টি হয়েছে। ধানসহ বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে ডুবে যাওয়ায় কৃষকরা ব্যাপক ক্ষতির আশংকা করছেন। ক্ষতিগ্রস্তরা তাদের মাঝে আরো ত্রাণ সাহায্যের প্রয়োজন আছে বলে জানান।

এ ব্যাপারে ইউএনও মৌসুমী আফরিদা জানান, প্রয়োজন হলে বন্যার্তদের মাঝে আরো ত্রানসামগ্রী বিতরণ করা হবে।

প্রিন্ট নিউজ