প্রিন্ট এর তারিখঃ ২৯ মার্চ, ২০২৪ ১৭:০৩ অপরাহ্ন || প্রকাশের তারিখঃ ১৩ সেপ্টেম্বর, ২০২০

রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ চলোমান করোনাভাইরাস সার্বিক পরিস্থিতি মোকাবেলায় সকলের জন্য মাস্ক পরিধান নিশ্চিত করণ, সচেতনতা বৃদ্ধিসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে ১৩ সেপ্টেম্বর রবিবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আফরিদা। এ উপলক্ষে এদিন দুপুরে উপজেলার গোগর চৌরাস্তা এলাকায় মাস্ক ব্যবহার না করার অপরাধে সংক্রামক রোগ প্রতিরোধ আইন ২০১৮ /২৫ এর (খ) ধারায় ২০ জনকে ১৬৫০/- জরিমানা করা হয়। আদালত পরিচালনায় ইউএনও অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
এ সময় নির্বাহী কর্মকর্তা উপস্থিত সকলকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার পরামর্শ দেন।

প্রিন্ট নিউজ