প্রিন্ট এর তারিখঃ ০৪ মে, ২০২৪ ০২:৪৭ পূর্বাহ্ন || প্রকাশের তারিখঃ ২১ আগস্ট, ২০২০

রাণীশংকৈলে সাপের কামড়ে কিশোরীর মৃত্যু

সালমা আক্তার (১৩)

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২০ আগস্ট বৃহস্পতিবার সাপের কামড়ে সালমা আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সালমা উপজেলার ডাইবেটিস মোড় সুন্দরপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে।

পারিবারিক সুত্রে জানা গেছে গত ১৯ আগস্ট বুধবার রাতে প্রতিদিনের ন্যায় সালামা ও তার বোন এক খাটে এবং তার বাবা- মা এক খাটে ঘুমাতে যায়। সকলেই ঘুমিয়ে পড়লে এক পর্যায়ে রাত অনুমানিক ৩ টার সময় সালমার বাম পায়ের আঙ্গুলে সাপে কামড় দেয়। সাথে সাথে সালমার চিৎকারে তার বাবা, মা,বোন জেগে উঠে এবং সাপটিকে পালিয়ে যেতে দেখে। তাৎক্ষণিক ঐ রাতেই সালমাকে এক ওঝার কাছে নিয়ে যায়। সেখানে কোন কাজ না হলে এভাবে আরো দুজন ওঝার কাছে নিয়ে গিয়েও অবস্থার কোন উন্নতি না হলে,অবশেষে দুপুরে উপজেলা হাজী ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার  বলেন রোগীর আগেই মৃত্যু হয়েছ।

এ ব্যপারে থানা সাব ইন্সপেক্টর আহসান হাবীব বলেন ঘটনাস্থল পরিদর্শন করেছি স্থানীয় ও পারিবারিক সুত্রে জানতে পেরেছি মেয়েটির সাপের কামড়ে মৃত্যু  হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয় পরিষদ চেয়ারম্যান মাহাবুব আলম সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিন্ট নিউজ