প্রিন্ট এর তারিখঃ ২৯ এপ্রিল, ২০২৪ ০৭:৩৮ পূর্বাহ্ন || প্রকাশের তারিখঃ ১৬ আগস্ট, ২০২০

রাণীশংকৈল প্রতিবন্ধী স্কুলে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

প্রতিবন্ধী স্কুলে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৫ আগস্ট শনিবার আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে স্কুল হলরুমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাকিব হাসান রকির সভাপতিত্বে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক আনিসুর রহমান বাকী, কবি ও রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা, ইত্তেফাক সংবাদদাতা অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক প্রভাষক প্রশান্ত বসাক, রাণীশংকৈল প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও কালের কন্ঠের প্রতিনিধি প্রভাষক সফিকুল ইসলাম শিল্পী, মোহনা টিভি প্রতিনিধি ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব ডন প্রমুখ। এছাড়াও প্রতিবন্ধী স্কুলের শিক্ষক, কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে মৌলানা রুহুল আমিনের পরিচালনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, ২০১৩ খ্রি. সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা তাঁর উদ্যোগে ও অর্থায়নে এ স্কুলটি প্রতিষ্ঠা করেন।

প্রিন্ট নিউজ