প্রিন্ট এর তারিখঃ ২০ এপ্রিল, ২০২৪ ২০:০৩ অপরাহ্ন || প্রকাশের তারিখঃ ২৮ জানুয়ারী, ২০২০

‘আমার সন্তানরা হিন্দুও নয়, মুসলিমও নয়’

বলিউড বাদশা শাহরুখ খানের অন্দর মহল ‘মান্নাত’ এ পূজো থেকে শুরু করে ঈদ সব ধর্মই পালিত হয়। জন্মসূত্রে মুসলিম শাহরুখ বিয়ে করেন হিন্দু মেয়ে গৌরিকে। ভালবেসে বিয়ে করেছিলেন বলে ধর্ম কখনও তাঁদের প্রেমের বাঁধা হয়ে আসেনি।

কিন্তু তাঁদের সন্তানেরা? আরিয়ান, সুহানা এবং আব্রামদের ধর্ম কী? সম্প্রতি এক রিয়েলিটি শো-তে এসে শাহরুখ বলেন, ‘আমার স্ত্রী হিন্দু। আমি মুসলমান। কিন্তু আমার সন্তানেরা ভারতীয়। ওদের একটাই পরিচয়। ’

তাহলে স্কুল-কলেজের বিভিন্ন ফর্মে ‘রিলিজিয়ন’-এর জায়গায় কী লেখেন ছেলেমেয়েরা? শাহরুখের ভাষ্য, ‘ছোটবেলায় সুহানা আমায় একবার জিজ্ঞাসা করেছিল, ‘পাপা আমরা কোন ধর্মের?’ আমি ওদের বলি, আমরা ইন্ডিয়ান সুহানা। কোনও বিশেষ ধর্মের নয়। হতেও চাই না।’ শাহরুখের ওই কথা শোনার পরেই দর্শকাসনে হাততালির ঝড় ওঠে।

প্রিন্ট নিউজ