প্রিন্ট এর তারিখঃ ৩০ এপ্রিল, ২০২৪ ০৭:৪১ পূর্বাহ্ন || প্রকাশের তারিখঃ ০১ জানুয়ারী, ২০২০

কবি মোঃ ফিরোজ খানের লুকোচুরি

কবি ফিরোজ খানের লুকোচুরি

লুকোচুরি

 

নিঃশব্দ রাত্রিতে তোমাকে দেখতে ছিলাম

আমার পুলকিত মন নেচে ছিলো আনমনে

কিসের তৃষ্ণায় ছটফট করতে ছিল মন?

মোমবাতি জ্বেলে বসে আছে পিয়াসী একা

-

যখন‌ই আমি চুপি চুপি তোমার ঘরে এলাম

তুমি নীল শাড়ি গোলাপি টিপ পরে ছিলে

ঠোঁটে আঙুল জানালায় আকাশ দেখছিলে

টিপ টিপ করে জ্বলে থাকা তারা দেখছিলে

-

ঠিক তখন‌ই চুপিচুপি করে ঢুকলাম ঘরে

আমিও ঠোঁটে আঙুল দিয়ে বসলাম একা

চুপচাপ বসে আছো খাটের এক পাশে

আমিও খাটের পাশে চুপকরে বসলাম।

-

কিছু সময় পরে দুজনে লুকোব নিঃশব্দে

নিরবে খুঁজে পাবে না আমাদের দুজনকে

শুধুমাত্র আকাশের তারা থাকবে সাক্ষী 

হারিয়ে যাবো দুজনে অজানা সুখে।

 

জীবনে কিছু সময় হারায় লুকোচুরিতে

তৃষ্ণা মেটাতে লুকোচুরিতে মেতে ওঠে মন

অন্ধকার কেটে গেলে তৃষ্ণা মিটিয়ে বলতে হয়-

হায় বোকা মেয়ে এযে অন্য এক লুকোচুরি খেলা।

প্রিন্ট নিউজ