প্রিন্ট এর তারিখঃ ১৫ মে, ২০২৪ ১৭:২০ অপরাহ্ন || প্রকাশের তারিখঃ ২৬ সেপ্টেম্বর, ২০১৯

শুধু তোমার জন্য

অধ্যাপক আনোয়ারুল ইসলাম
কবি,গীতিকার,সাংবাদিক,অধ্যাপক  আনোয়ারুল ইসলাম
 
   মন না মানা আষাঢ় শ্রাবণে
   হয়তো তোমার কাউকে মনে পড়তে গোপনে
   বর্ষার বুকভরা মেঘেরা ঝরন্ত বৃষ্টিপাতের
   অশ্রুপাতে পৃথিবীর বুক আজো করে বিদীর্ণ
   শুধু তোমার জন্য.....
 
   আজো শরতের রূপোলি আকাশ ঝরা
   শিশির মুক্তোকণা ছড়িয়ে যায় পথে প্রান্তরে
   ঘাসে ঘাসে গাছে গাছে পাতায় পাতায়
   ভোরের বেদনা ভোলা প্রশান্ত উঠোনে
   লুটোনো শিউলিদল কেবলই চেয়ে থাকে মগ্ন প্রসন্ন
   শুধু তোমার জন্য.......
 
   শরতের হাত ধরে হেমন্ত হেঁটে চলে জালের মতো
   ছড়ানো আলপথ ধরে বিস্তীর্ণ মাঠে
   চারদিকে আলোর রঙ মাখা ধানক্ষেত ঝলমলিয়ে ওঠে
   অঘ্রাণের ঘ্রাণ বইয়ে দেয় স্বর্ণালি অন্ন
   শুধু তোমার জন্য......
 
   শীতের শেষে সমুদ্র সৈকতে সোহাগী সূর্যালোকে
   সহস্র ঝিনুক বালুর চাদর ফেলে জেগে ওঠে
   কতো কথা শব্দ সুর খইয়ের মতো ফোটে
   প্রেমিক ও পাখিদের ঠোঁটে
   স্নান উতল সমুদ্রজল নীল স্বপ্নীল ঝিলিক মেরে
   আছড়ে পড়ে তীরে
   শুধু তোমার জন্য.......
 
   শুধু তোমার জন্য
   নদীরা অনেক ঢেউ স্রোত হারিয়েও
   আজো বয়ে চলে মোহনার অভিমুখে...
   অবিচল ধ্যানমগ্ন পাহাড়
   দিয়ে যায় দরকারি নির্জনতা উপহার,
   সবুজ স্বর্গের লোভনীয় হাতছানি দেয়
   যেন কবি ফ্রস্টের নিবিড় অরণ্য
   শুধু তোমার জন্য........
 
   অনিবার্য বসন্ত আসে বাগানে বাগানে
   ফুল পাখি প্রজাপতি ভোমর কোকিল নিয়ে
   মেতে ওঠে ঋতুরাজ,
   সাজিয়ে ধরে প্রকৃতি ও প্রেমের কারুকাজ
   শুধু তোমার জন্য
   তোমাকে ওসব সব দিয়ে বসন্ত হতে চায় ধন্য...
প্রিন্ট নিউজ