প্রিন্ট এর তারিখঃ ১৯ এপ্রিল, ২০২৪ ১৩:২২ অপরাহ্ন || প্রকাশের তারিখঃ ৩০ আগস্ট, ২০১৯

শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা 

ভ্রাম্যমাণ আদালতে জরিমানা 

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিম বেজগাঁও ২টি চাউলের দোকানে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূল ব্যবহার আইন ২০১০ আইন আনুযায়ী নিদিষ্ট পণ্য ভিন্ন উপায়ে প্যাকেটজাত করার অপরাধে তাদেরকে জরিমানা করা হয়। ভাই ভাই ট্রেডার্স মালিক মো. ভুলুকে ১০ হাজার ও স্বর্ণা রাইস এজেন্সীর মালিক রাকিব হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  
অন্যদিকে শ্রীনগর-তন্তর-নওপাড়া সড়কের পূর্ব বেজগাঁও অটো স্ট্যান্ডের ফাইন বেকারীকে অপরিস্কার-অপরিচ্ছন্ন, নোংরা এবং মেয়াদ উর্ত্তীণ খাবার সামগ্রী রাখার দায়ে বেকারীর মালিক আল আমিনকে ৩ হাজার টাকা আর্থিক জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।  
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সেপেক্টর নাসরিন সুলতানা, পাট উন্নয়ন অফিসার (কেবিডি) মো. ওসমান আলী শেখ, শ্রীনগর থানার এসআই জিন্নাত আলী, ভূমি অফিস সহকারী সাইদুর রহমান প্রমুখ।  

 

প্রিন্ট নিউজ